গ্রীষ্মের তাপদাহ
-----------------------
-------নজরুল ইসলাম খান


গ্রীষ্মের তাপদাহ বহে সারাক্ষণ।
ছাতা বিহীন মাথা খই ভাজা উনন।
ঘাম ঝরা দেহ যেন ঝর্ণার পাহাড়।
ঠিকমতো হয় না নিদ্রা আহার ।
ক্লান্ত হয় পথিক  গরমে  পথে ।
শরীর এলিয়ে আসে আপনা হতে।
ছায়াযুক্ত তরুতলে উদম শরীর ,
শান্তির পরশ নিতে করে এসে ভীড় ।
থেমে যেতে চায় যেন সব ব্যস্ততা ।
ভিতরে ক্রিয়াশীল  শুধু তৃষ্ণার্থতা ।
গরমে আরাম খোঁজে তপ্ত জীবন ।
আর সব ভুলে যায় এ দেহ মন ।


২৭/০৪/২০২২