হেমন্ত বিলাস
-------------------
নজরুল ইসলাম খান


সাদা মেঘের ভেলাতে শরতের শেষে ।
ফসলের আভরণে হেমন্তের দেশে।
এক রাশ সাধ নিয়ে  পড়ি যেন এসে।
বাংলার কৃষকের  নবান্ন ভালো বেসে।


পূনরায়  যদি আমি দেখা পাই তার  ।
ফেলে আসা শৈশব ও কৈশোর আমার ।
কেটেছে সারাক্ষণ খুব সান্নিধ্যে যার ।
চিরচেনা বাংলার মাঠ - নদী -নালার ।


আবার যদি দেখা পাই কিষাণী মা’র ।
উঠানে ফসল নাড়ে পরম মায়ার ।
দেখা যদি পাই ফের কৃষক বাবার ।
উৎসব ছিল যার ফসল কাটার।


ফসলের গাদায় সবার লুটোপুটি ।
সারদিন এলোমেলোভাবে ছুটাছুটি ।
সাথীদের সাথে মিলে হেসে কুটি কুটি ।
নিতে পারতাম  যদি ভরে ফের মুঠি ।


খাল -বিল -পুকুর ভরা সুস্বাদু মাছে।
ঘরে ঘরে উৎসব পিঠা ও পায়েসে ।
হালকা শীতে তেমনি  চোখ বুজে আসে ।
জীবন এলিয়ে দিই  হেমন্ত বিলাসে।
০৮/১২/২০২১
টুটপাড়া, খুলনা