জীবন যেন এক
-----------------------
------নজরুল ইসলাম খান


নদী তীরে বালুচরে ফোটে কাশফুল ।
শুভ্রতার প্লাবনে ভাসে দুই কূল ।
বাতাসে ওড়ে যেন ধুসর এলোচুল ।
মেষ বালিকা ভেবে করি বুঝি ভুল ।


আকাশে ভেসে যায় সাদা মেঘের ভেলা।
রঙিন জীবনে ঘেরে ফ্যাকাসের মেলা ।
দীপ্ত মধ্যাহ্নে নামে পড়ন্ত বেলা ।
জীবন যেন এক সাপলুডু খেলা ।


২৪/১০/২০২২