জীবনের জয়গান
----------------------------
------------------নজরুল ইসলাম


জীব যতই ক্ষুদ্র হোক, জীবন তো নয় তুচ্ছ ।
পৃথিবীতে জীবন গুলো, যেন ফুলের গুচ্ছ ।
হাসি কান্না সবার আছে, আছে মান অভিমান ।
আপন জনের  পরশ পেলে,  সুখে দোলে সবার  প্রাণ  ।
নয়ন মেলে সবাই দেখে, অপরূপ  সব সৃষ্টি ।
ক্ষুদ্র হৃদয় ও ধারণ  করে ,  অভিনব কৃষ্টি৷
ক্ষুধা তৃষ্ণা সবার আছে , সবার লাগে সান্ত্বনা  ।
আঘাত পেলে সবাই কিন্তু ভোগ করে যন্ত্রণা ।
পৃথিবীতে বেঁচে থাকার, আছে সবার অধিকার ।
সবার  হৃদয় আলো ছড়ায়, সবার থাকে অহংকার ।
জীবন আছে পৃথিবীতে , আছে প্রাণের কোলাহল ।
জীবনের যত্ন নিলে , হতে পারে তাজমহল ।
জীবের প্রতি তাচ্ছিল্য নয়, জানাই পূর্ণ সম্মান ।
বেঁচে  থাকুক জীবগুলো, জীবনের গাই জয়গান ।


১১/১১/২০২১