জীবনের খতিয়ান
--------------------------
----------------নজরুল ইসলাম


সহে না আর সংসার যাতনা ,
পাওয়া না পাওয়ার সব খতিয়ান ।
জীবন কেটেছে খেয়ে আর পরে ,
কাজের করিনি সমাধান ।
জীবনের শুরুতে কাজ ছিল  যা,
করেছি তা সবই হেলা ফেলা ।
সাথী ছিল যারা, দেখি আজ তারা,
জিতে গেছে সব খেলা ।
আমি একেলা পাড়ি দেব পথ,
সমুখে সূর্য পাটে ।
মাঝি বিহীন তরী পড়ে আছে শুধু ,
পারাপারের ঘাটে ।
জীবনের এই পড়ন্ত বেলায় ,
প্রাপ্তির খাতা দেখি শূন্য ।
যতই তারে করি গুণ -যোগ ,
হবে না কিছুতেই পূর্ণ ।
শূন্য হাতে আমারে সে
নেবে কি ডেকে কাছে ?
ভুলে যাবে কি যত আমার ভুল
এতদিন করেছি পাছে ?
ভুল গুলো যদি ফুল হয়ে যেতো !
ফিরে পেতাম সম্মান ।
জীবনে আমার সব হতাশার
হয়ে  যেতো অবসান ।


০৫/১১/২০২১