জগৎ সুখময়
---------------------
-------নজরুল ইসলাম খান


জামাই কখনো  হয়না ছেলে ,
শশুর কভু বাবা ।
পুত্রবধূ হয়না মেয়ে ,
শাশুড়ী কভু মা ।
সতীন কখনো হয়না বোন,
পর কভু আপন ।
সম্পর্ক গুলো টিকে থাকে
ঠুনকো কাঁচের মতন ।
মিলের একটু অভাব হলে
সবই হয় ক্ষয় ।
তবু সবার করতে হয়
নিখুঁত অভিনয় ।
সন্তান কখনো পর হয়না
যতই থাকুক দূরে ।
মায়ের হাতে মার খেয়েও
ডাকে মা মা সুরে ।
পরকে আপন করতে সবার
স্বার্থ ছাড়তে  হয় ।
পর মানুষ আপন হলে ,
জগৎ সুখময় ।


০৬/০৪/২০২২