খবর এলো হঠাৎ করে
------------------------------
---------------নজরুল ইসলাম
খবর এলো হঠাৎ করে ,
লোকটা না কি গেছে মরে।
খানিক আগে ঘুরে গেল ,
বিশ্বাস হয় কেমন করে ?
দেহ ছিল, প্রাণ ছিল ,
দেহে অনেক শক্তি ছিল ।
এমন তবে কী হল?
জীবনটা ফুরিয়ে গেল।
নিথর দেহ পড়ে আছে ,
বসে আছে মানুষ কাছে ।
সবাই মুখে কথা বলে,
সে ই শুধু নীরব আছে ।
এই তো সেদিন ভোরবেলাতে,
পাশের পাড়া দোল খোলাতে।
কবর দিলাম বন্ধুটা কে,
আমি ও সে দুই জনাতে ।
এমনি একদিন আমার বাড়ি ,
লোক আসবে সারি সারি  ।
সবার  মুখে খবর হবে ,
আমি ও গিয়েছি ছাড়ি।
এই যদি জীবনের মানে,
কিসের জন্য সারাক্ষণে?
ব্যস্ত থাকি অহর্নিশি ,
জগতের মায়ার টানে ।
এ জগতে কে বলো কার?
জীবব মরন  শুধু যার যার ।
আমার যত কৃতকর্মের ,
কেউ যদি না নেয় দায়ভার ।
আমার যত বাড়ি গাড়ি ,
দিতে হবে সব্ই ছাড়ি।
থাকতে হবে একা ঘরে,
অন্ধকারে কবর বাড়ি ।
পাপ করেছি জীবন ভরি,
ঘরে বাইরে ইচ্ছে করি।
বিচার হলে অপরাধের,
গলায় দিবে ডান্ডা বেড়ি ।
১৩/১১/২০২১