খোদাভীতি
-----------
------নজরুল ইসলাম খান


রোজা এমনই এবাদত ,
তুলনা যার হয় না ।
আল্লাহর  হুকুম পালনে ,
প্রাণের ভয় রয় না।
সান্মুখে খাবার থাকলেও ,
খাবার তবু খায় না।
তৃষ্ণায় বুক ফেটে গেলেও ,
একটু জল ছোঁয় না ।
যখন থাকে কেউ একাকী ,
তখন কে আর দ্যাখে ?  
তখনও মালিক দেখছে,
এমন বিশ্বাস থাকে।
খোদাভীতির এই নজির ,
জগতে আর হয় না ।
রোজা ই হয় এ দুনিয়ায় ,
রোজার শুধু  তুলনা ।
সকল ক্ষেত্রে এমন ভয় ,
সবার যদি থাকত ।
স্রষ্টা তবে সব মানুষকে ,
মাথায় করে রাখত।


১৯/০৪/২০২২