ক্ষমতার দাপট
---------------------
--------নজরুল ইসলাম খান


কলেজের চার বন্ধুর মধ্যে ছিল খুব হৃদ্যতা ,
একসাথে  চলত পড়ালেখা ঘোরাফেরা ।
দুইজন ছিল খুব মেধাবী ,
হত ফার্স্ট -সেকেন্ড প্রতিবার।
বাকী দুইজন ছিল নর্মাল,
পেছনের সারিতে বরাবর ।
রেজাল্টের পরে মেধাবীরা ভর্তি হল মেডিকেল -বুয়েটে ,
দুর্বলেরা গেল ভার্সিটির কোন সাধারণ সাবজেক্টে।
পাশ করে মেধাবীরা হল ডাক্তার -ইঞ্জিনিয়ার ,
নর্মাল দুজন হল ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার ।
সমাজের কাছে ম্যাজিস্ট্রেট -পুলিশের  রয়েছে জয়জয়কার ,
ক্ষমতা প্রয়োগের পেল একছত্র অধিকার ।
মেধাবীদের উপর ছড়ি ঘুরায় পেছনের সারিতে ছিল যারা,
দেখায় ক্ষমতার অহংকার ।
বন্ধুত্ব হারিয়ে স্থান নেয় পদের সিনিয়র -জুনিয়র ,
মেধাবীদের মন ভেঙ্গে হয় চুরমার ।
দেখে দেখে এই কালচার,
পরবর্তীতে হতে চায় না  মেধাবীরা আর
কষ্ট করে ডাক্তার  -ইঞ্জিনিয়ার ।
সবাই হতে চায় ক্ষমতাধর ম্যাজিস্ট্রেট -পুলিশ অফিসার।
ক্ষমতার অপব্যবহার এমনই ঘটেছে প্রসার ,
যে সৃষ্টিশীলতা ছেড়ে সবাই দেখাতে চায় ক্ষমতার দাপট ।
বিনিয়োগ সব যায় জলে,
জাতির ভবিষ্যত হয় অন্ধকার ।
এ যেন এক অশুভ প্রতিযোগিতার বিস্তার ।
যারা সৃষ্টি করেছে এমন পরিস্থিতি ,
তারা থাকে  নির্বিকার ।


১৭/০৫/২০২২