ক্ষুধা
---------
--------নজরুল ইসলাম খান


একটি মানুষ লিখত শুধু নিবারণে ক্ষুধা ।
ক্ষুধাই তাকে এনে দিল অমরত্বের সুধা ।
যতই সে লিখত তার ক্ষুধা যেত বেড়ে ।
ততই সে মেতে উঠত লেখনীতে তেড়ে ।
তোমরা তার বাহির দেখেছ দেখনি অন্তর ।
একদিকে রাজার আসর আর দিকে বালুচর ।
যত ঢেলেছে অমৃত বারি শুকিয়েছে  নিমিষে ।
মুখে রেখেছে মধু পেয়ালা ভিতরে ক্ষয়েছে বিষে।
এ ক্ষুধা তার অভিশাপ নয়, হয়েছে আশীর্বাদ ।
এ ক্ষুধা তার বাহির পানে খুলে দিয়েছে বাঁধ।
এ ক্ষুধা তাকে কবি করেছে, করেছে মহৎজন।
এ ক্ষুধা ভেঙ্গেছে একটি জাতির হৃদয়ের অনশন ।
এ ক্ষুধা দিয়েছে ঘুমন্ত জাতিকে সাহসী প্রেরণা ।
এ ক্ষুধা আসুক যুগে যুগে এটাই কামনা ।
তোমরা তাকে সবাই চেন, সবাই জান নাম।
জীবন ভর নিজের সাথে করেছে সংগ্রাম ।
জানতে চাইলে তোমরা বলবে,  কাজী নজরুল ইসলাম।
আমাদেরই জাতীয় কবি , জানাই সালাম ।
--------------
রাজশাহী
২০/০৬/১৯৮৯