লড়াই
--------
-----নজরুল ইসলাম খান


সিংহ  বনের রাজা, বাঘও কম নয় ।
দুজন -দুজনকে দেখাচ্ছে ভয়।
বনের সাধারণ পশুরা থাকছে উদ্বেগে,
কী হয় !  কী হয় !
নিরীহ  পশুকূলকে দুজনেই টানছে দলে ,
ছলে- কৌশলে - বাহুবলে ।
বলছে, দুজনেই চায় বনের কল্যাণ ,
দুজনেই নিবেদিত পশুদের মঙ্গলে ।
সাধারণ পশুরা কিন্তু ভাবছে অন্য কিছু ,
অনেক দিন ঘুরেছে তারা দুজনের পিছু পিছু  ;
দুজনকেই চেনে হাড়ে হাড়ে ,
দুজন থেকেই চায় তারা  মুক্তি একেবারে  ।
শেষমেষ  যারই হোক জয় ,
শিকার হবে তারাই নিশ্চয় ।
সাধারণ পশুদের মনে তাই ভয়,  
আমাদেরও কি তাই নয়?


০৮/১১/২০২২