মায়ের খোঁজে
---------------------
--------নজরুল ইসলাম খান


সুখের মাঝে হঠাৎ করে হারিয়ে গেলেন মা।
সেই যে গেলেন আর তো মাকে খুঁজে পেলাম না ।
ফুলের কাছে জানতে চাইলাম, দেখছো আমার মাকে ?
ফুল বলল, খুঁজে দেখ নিঝুম নদীর বাঁকে ।
সেথায় অনেক সোনার জীবন আড়াল হয়ে থাকে ।
পূর্ণিমাতে চাঁদের সাথে জাগে আলোর ডাকে  ।
নদীর কাছে, বললাম এসে, মাকে খুঁজে দাও ।
নদী বলল,  ডানে ঘুরে সাগর বেলায়  যাও ।
আমার জলতো সতত সাগর পানে ধায় ।
পেতে পারো মাকে তোমার হয়তো সেথায় ।
ঘুরে ঘুরে অনেক দূরে সাগর বুকে যাই ।
ক্লান্ত আমি এবার আমার মাকে ফিরে  চাই ।
সাগরের জল মেঘ হয়ে আকাশ রাখে  ঘিরে ।
সাগর আমায় পথ দেখায় মেঘের বুক চিরে ।
হারিয়ে যাওয়া জীবনগুলো থাকে আকাশ জুড়ে  ।
খুঁজে দেখ, পেতে পার হয়ত সেথায় ঘুরে  ।
আকাশ, তুমি কোথায় আমার মা থাকে জান?
দোহাই তোমার, এবার আমার মাকে খুঁজে আনো।
আকাশ আমায় দেখিয়ে দেয় তারার সারি সারি ।
মা আমার আছে না কি সাথী হয়ে তারি ।
এত তারার মাঝে আছে কোথায় আমার মা ?
মাকে ছাড়া এবার আমি ঘরে যাব না।


০৭/০৫/২০২২