মানুষের চাহিদা
-----------------------


----------নজরুল ইসলাম খান


মানুষের চাহিদার  হায় নেই যেন অন্ত ।
বোঝেনা চাওয়া তার শুভ কোন্ পর্যন্ত ।
প্রথমে চায় মানুষ কেবলমাত্র বাঁচতে
তারপরে চাহিদা তার বাড়ে আস্তে আস্তে
ভাঙা ঘরে থাকে যে, সেতো চায় পাঁচতলা।
পাকা ঘরে থেকেও  চায়  কেউ  গাছতলা!
কারো ঘরে সারাজীবন থাকে শুধু শাকান্ন ।
নিত্য যার পোলাও কোর্মা সে কেন চায় নিরন্ন?
কারো শুধু কুড়িয়ে যে চলে পুরো জীবনটা ।
গাছের সব খেয়ে আবার কুড়ায় কেউ তলারটা ।
গায়ের রঙ কালো যার হতে চায় সে ধবলী ।
চাঁদের আলো ঘরে রেখে চায় কেউ কৃঞ্চকলি ।
অর্থাভাবে ঢাকতে পায়না শরীরটাকে কেউ কেউ ।
কেউ আবার ল্যাংটা হতে রাস্তায় করে ঘেউঘেউ ।
আজব মানুষ জগৎ ভরা আজব তাদের চাহিদা ।
কোনটা রেখে কোনটা চায় বোঝেনা তার বাকীটা ।


২৬/০৯/২০২২