মানুষ
----------
------নজরুল ইসলাম খান


মানুষ থাকলে ভালো হয় ।
মাঝে মাঝে আবার না থাকাও মন্দ নয় ।
মানুষ মানুষের বেশি প্রিয়।
আবার, মানুষই মানুষের হয় সবচেয়ে অপ্রিয় ।
মানুষ মানুষকে কাছে টানে ।
আবার, মানুষই মানুষকে ভাসিয়ে দেয় নোনা জলের  বানে ।
মানুষ মানুষের হয় সঙ্গী ।
আবার, মানুষের থেকে দূরে থাকতে মানুষ ঘর বাঁধে চৌরঙ্গী ।
মানুষের কথা মানুষ শোনে হয়ে মন্ত্রমুগ্ধ ।
আবার, মানুষের কথায় মানুষের মনে বেঁধে যায় বিশ্বযুদ্ধ।
সেই জন্যই হয়ত মানুষ মাঝে মাঝে ঘর ছেড়ে পাড়ি জমায় অজানায় ।
চেনা মুখ ছেড়ে সময় কাটায় হৃদয় বন্ধ করে অচেনায় ।
মানুষ নিজেই জানে না তার মনের গতিপ্রকৃতি ।
তবে এতটুকু বুঝি,মানুষ মেনে নিতে চায় না তার মনের ক্ষয়ক্ষতি।


০২/১১/২০২২