মিলন মেলা
-----------------
-------নজরুল ইসলাম খান


রাত দুপুরে  খুব গরমে যেই পড়েছি ঘুম ।
জানলা দিয়ে জোছনা এসে কপোলে দেয় চুম ।
দরজা খুলে বাহির হয়ে দেখি পরীর মেলা ।
চাঁদের হাটে  ফুলের সাথে করছে মিলে খেলা।
আমায় দেখে এগিয়ে এসে ধরল দুখান হাত ।
জলের মাঝে ঘুরতে গেলাম জল পরীদের সাথ ।
নীল পরীরা দাড়িয়ে থাকে কখন ফিরি কূলে ।
লাল পরীরা রঙ ছড়ালো সারা বনের ফুলে ।
জলকে সেরে যখন ফিরে এলেম বনের ধার ।
ফুল পরীরা পরিয়ে দিল গলায় ফুল হার ।
জোনাই পোকা থোকা থোকা করে  আলোক সাজ ।
বিদ্যাদেবী বলে কবি কাব্য শুনাও আজ ।
বনের কবি মনে এসে যেই ধরেছে ছড়া ।
হরিণ শাবক লজ্জা ভেঙে নাড়ে এসে কড়া।
ঘুমিয়ে থাকা পাখপাখালি জুড়ে দিল গান।
ফুলের বনে মিলন মেলায় ডাকল খুশীর বান ।


০৮/০৫/২০২২