মন আমার বউল হতে চায়
------------------------------------
------------নজরুল  ইসলাম খান


মন আমার মাঝে মাঝে বাউল হতে চায় ।
মনে বসে কে আমার একতারা বাজায় ?
আমি উদাস হয়ে যাই,
বাউল সুরে গলা ছেড়ে  গান আমি গাই।
রাখাল ছেলে  বাজায় বাঁশী  তেপান্তরের মাঠে ।
পারাপারের ডিঙি নৌকা বাঁধা আছে ঘাটে ।
আমি ডিঙি বেয়ে হংসের মতো ভেসে যেতে চাই।
আমার কোন বাধা নাই।
নদীর কূলে কাশ ফুলে রং ধরেছে সাদা ।
আকাশ ভরে মেঘের ভেলা চোখে লাগায় ধাঁধা ।
আমি মেঘের সাথে দূর দিগন্তে উড়ে যেতে চাই।
কালিদাসের মেঘদূতের খবর যাতে পাই।
পাহাড় বেয়ে ঝর্ণা ধারা সাগর পানে ধায়।
কলসি কাঙ্খে কোন ললনা গায়ের পথে যায় ?
আমি ঝর্ণা হয়ে, পথ বেয়ে , হারিয়ে যেতে চাই।
আমার  মন মেতেছে তাই।
ঘরে আমার মন বসেনা বাহির দেখার টানে ।
সাগর, পাহাড়, অরন্য ডাক পাঠায় কানে ।
আমি বিবাগী হয়ে  যাই ।
সহজে আর ঘরে ফেরার ইচ্ছা আমার নাই।
২৩/১১/২০২১