মন বসতো পড়ালেখায়
---------------------------------
-------নজরুল ইসলাম খান


মা বলেন, পড়তে আমায়,
বাবা বলেন লিখতে ।
পাড়া- পড়শি সবাই বলেন,
পড়া লেখা শিখতে ।
আমার ছাই ভাল্লাগেনা,
বইয়ের পাতা খুলতে ।
বাইরে যেয়ে খেলা ধুলা,
কিংবা দোলায় দুলতে ।
আমার শুধু  ইচ্ছে করে,
মোবাইল গেম খেলতে ।
নানান রকম ভিডিও আর
ছবিতে চোখ ফেলতে ।
মা দেখেন সিরিয়াল ,
বাবা দেখেন ফেসবুক ।
আমায় কেবল পড়তে বলেন,
মন দিয়ে সব টুক ।
পড়ালেখা কঠিন লাগে ,
পাইনা সুখ তাতে ।
ওসব কিছু দেখতে আমার
সারাক্ষণ মন মাতে ।
ভালো হতো,  বাবা যদি
পাশে আমার  বসতো।
নানান রকম রান্না করে
মা মুখে ধরতো ।
খেয়ে দেয়ে বাইরে যেয়ে
ঘুরতাম একসাথে ।
মন বসতো পড়ালেখায়,
দিনে কিংবা রাতে।


১১/০৫/২০২২