মূর্খ বন্ধু
-------------
-------নজরুল ইসলাম খান


মূর্খ বন্ধু সাঙ্গী করছি,
জীবন চলার পথে ।
সে শুধু চায় বচসা করতে,
খেতে আর পরতে ।
আমি তাকে যতই বুঝাই ,
সে বোঝে আমায় ভুল ।
কাঁচকে  ভাবে হীরক খন্ড ,
জঞ্জাল ভাবে ফুল  ।
চলার পথের মাঝে এসে ,
সব পথ দেখি রুদ্ধ ।
নিজের শিক্ষা  ভুলে গিয়ে ,
হয়েছি গণ্ডমূর্খ ।
গলায় বিঁধছে মরণ কাঁটা,
ফাঁক নেই এক চিলতে ।
না পারি তারে উগরে দিতে ,
না পারি নিচে গিলতে ।
ডোরা ভেবে দুধকলায় ,
চেয়েছি যারে পুষতে ।
আমার 'পরে, ছোবল মারে ,
সে দেখি কাল কেউটে ।


২৭/০৫/২০২২