নাচের পুতুল
-------------------
--------------নজরুল  ইসলাম


কিছু দিন পর পর চেনা  মুখ গুলো ,
একে একে শুধু ছবি হয়ে যায় ।
কার ইচ্ছায় দৃষ্টির আড়ালে হারায়?
কোন বাঁশীর সুর ডেকে নেয়,
সম্মোহিত  নিস্তব্ধ নিরালায় ?
কোন মন্ত্র বলে চলে ফেরে?
কেন বা থেমে যায়?  
মানুষ কি তবে নাচের পুতুল ?
নাচে ততক্ষণ, যতক্ষণ কেউ নাচায়।
শূন্য  থেকে আমরা বেড়ে উঠি ,
থামি একটি সীমায়।
আবার নীচে নেমে নেমে মিলিয়ে যাই শূন্যতায় ।
আমরা তাহলে কী?
কোনো  যন্ত্রওতো নয়।
আমরা  কি তবে দম দেয়া নাচের পুতুল ?
নাচি, যতক্ষণ না দম ফুরায়  ।
০৭/১২/২০২১