ন্যায্য কথা যায় না বলা
---------------------------------
-----------------নজরুল  ইসলাম


ন্যায্য কথা বলতে আমায় কহ যে ।
ন্যায্য কথা যায়না বলা সহজে ।
বিপদ এসে দাঁড়ায় সম্মুখ দুয়ারে ।
সাহস হঠাৎ যায় হারিয়ে অঙ্কুরে ।
চোখের সামনে দেখি যত অনিয়ম  ।
সহজেই করতে পারি হৃদয়ঙ্গম  ।
দুঃখে শুধু হৃদয়ে ঘটে রক্তক্ষরণ ।
নষ্ট হয় যে ঘৃণায় আমার অন্তঃকরণ  ।


সবাই আমরা থাকি ভালো মানুষ রূপে ।
অন্যায় গুলো যাই এড়িযে চুপেচুপে  ।
দুর্বৃত্তরা দেখে এটা সুযোগ বুঝে,
ছুরি চালায় সবার গলায় খুঁজে খুঁজে ।


সবাই মিলে দাঁড়াই যদি একই সাথে ।
দীর্ঘ দিনের জঞ্জাল সরাই দৃঢ় হাতে ।
সাহস এসে দাঁড়ায় সবার অন্তরে ।
অপশক্তি পালায় দূরে ভয় করে ।


কথার কথা নয় যে এটা মোটেও ।
সত্য পাবে  ইতিহাস সব ঘেটেও ।  
আমরা যদি  নাই বা দাঁড়াই এখনও ।
পাবো না যে ভালো কিছু কখনও  ।


০৬/১১/২০২১
টুটপাড়া, খুলনা