নেশা কেন কর
      ---------------------
     ------------নজরুল ইসলাম


নেশা কেন কর ছেলে কি সুখ তুমি পাও ?
জীবন কে কেন মৃত্যুর কিনারায় ফেলে দাও ?
কী দুঃখ তোমার মনে, কেন  জীবনকে বাজি ধর ?
কোন ভুতের  ইশারায় আজ নেশার  বিষ পান কর। ।
নীল আকাশের পাখি দেখেছো, ডানা মেলে কেমন ওড়ে।
গহীন বনের হরিণ দেখেছো, দল বেধে কেমন ঘোরে ।
তোমারোতো উচিত ছিল তেমন স্বপ্ন ডানায় ওড়া ।
বন্ধুদের সব সাথে নিয়ে হইচই করে ঘোরা।  
তা না করে কোন কষ্টে নেশা করতে চাও ?
হৃদয় খুঁড়ে কেন দুঃখ জাগাও ?
পাড়ার যত অনুষ্ঠানে তুমি দিবে হাত ।
মরা বাড়ির লাশ পাহারায় তুমি জাগবে রাত।
খেলার মাঠে, পিকনিকে করবে অংশগ্রহণ ।
মুমূর্ষুরে সেবা দিয়ে বাধবে প্রীতির বন্ধন ।
তা না করে কেন তুমি অন্ধকার খোঁজো ?
জীবন কে কেন এতো অল্প করে বোঝ ?
কম বেশি সবারই থাকে যন্ত্রণা কিছু ,
তাই বলে ঘুরবে নাকি মরন নেশার পিছু ?
প্রাণঘাতী হরেক নেশার রাক্ষস তোমায় ডাকে ।
চাও কি তোমায় চিবিয়ে খাক লুকিয়ে ফাঁকে ফাঁকে ।
জীবন অনেক সুন্দর , অনেক  আনন্দের ।
তোমার জীবন হতে পারে সুর ও ছন্দের  ।
কষ্ট কষ্ট কর তুমি কষ্ট কী তা জানো?
ঘুম আসে না রাতে কেন মায়ের কাছে শোন ।
কোন কষ্টে মন বসে না পড়ায় তোমার  বোনের ।
কষ্ট কী তা খোঁজ  নাও তোমার পিতার মনের  ।
০৫/১২/২০২১