নেতা ও গোলাম
----------------------
---------নজরুল ইসলাম খান


একটিই ঘর , একজন নেতা,
আর সব অভিনেতা ।
পাঠ করে শুধু শেখানো বুলি,
গান গায় সেই গান, গাওয়া হয় যেটা ।
একজনই সাহেব, আর সব মোসাহেব ,
চারপাশে ঘোরে জীহুজুর হয়ে ।
নিজের থেকে করেনা কিছুই ,
থাকে সর্বদা ভয়ে ভয়ে ।
কখন তলব করে, ভুল হয় কিসে,
আদেশের অপেক্ষায় থাকে তাই বসে ।
নিজের মেধাকে  দেয় জলাঞ্জলি ,
গৃহের চালা যতই পড়ুক খসে।
নেতাকে অষ্টপ্রহর থাকতে হয় জেগে ,
যেদিকে নজর না দেয় সেদিকে পড়ে ভেঙ্গে ।
গোলামেরা শুধু খায় লুটেপুটে ,
নেতাকে বেড়াতে হয় চারিদিকে ছুটে ।
আন্তরিকতার অভাবে ভুল হয় কাজে ,
নেতাকে পড়তে হয় বিপদের মাঝে ।
গোলামেরা প্রস্তুত থাকে ব্যাগ হাতে কিনারে,
বিপদ বুঝলে লাফ দেয় একবারে ওপারে ।


১৯/১২/২০২১