নিজের মেয়ে
--------------------
-------নজরুল ইসলাম খান


পরের মেয়ে যেমন থাকুক,
তাতে কিছু যায় আসেনা ।
নিজের মেয়েকে জামাই
ভাল যেন কম বাসেনা।
নইলে কিন্তু মন হাসেনা,
কাজে কামে মন বসেনা ।
নিজের মেয়ে  নিজের  কাছে ,
সাত রাজার ধন  রাজকন্যা ।
পরের মেয়ের চোখের জলে,
বয়ে যাক গঙ্গা বন্যা ।
কিসের এত মেকি কান্না ?
চালিয়ে যাক ঘরকন্না ।
পরের বেলায় পাওনাটুকু
বুঝে নিতে আছে মানা ।
নিজের ক্ষেত্রে পেতে চায়,
যা আছে তার ষোল আনা ।
তা না না না তা না  না না ,
এই হলো না, সেই হলো না।
অভিযোগের পাহাড়খানা।


১৮/০৪/২০২২