নৌকা
---------
---নজরুল ইসলাম খান


নৌকা চলে  নদীর জলে,
নৌকা চলে খালে।
নৌকার মাঝি গান জুড়ে দেয় ,
বাতাস লাগলে পালে।
নৌকা  চলে তরতরিয়ে ,
পানি পেলে হালে।
নৌকা চড়ে  মাছ ধরে,
জেলে ভাই জালে।
নদী -নালা মরে গেলে,
অযত্নে -অকালে।
নৌকা হয়ত পড়ে থাকবে,  
বড় ই বেহালে ।


২২/০৩/২০২৩