পারাপারের সাঁকো
++++++++++-++++
------নজরুল ইসলাম খান


জীবনের সব হিসাব শেষ হয় যদি,
পাড়ি দিতে  হয় এক অথৈ নদী।
সৎকর্মে গড়া সাঁকো সে নদীর ,
পার হতে হবে সব হয়েছে অধীর ।
যাত্রীরা তীরে এসে করেছে ভীড়,
ওপারে দৃশ্যমান স্বর্গের নীড় ।
নিভে গেছে পৃথিবীর যত ছিল আলো ,
ঘিরেছে আঁধার শুধু চারিদিকে কালো ।
বহিছে বৈশাখী  ঝড়ের হাওয়া ,
নাহি যায় কোন কিছু দেখিতে পাওয়া ।
ওপারে ডাকিতেছে যেন কাহারা ,
পার করে নিতেছে দিয়ে পাহারা ।
নির্ভয়ে পার হলোঐ এক দল ,
সাঁকো এদের মজবুত যেন অবিচল ।
কারা যেন হাত ধরে নিতেছে টেনে ,
সবাইকে ওরা যেন বহুদিন চেনে ।
ঐ এক দল যারা  পা বাড়িয়ে ,
হতাশায় দিক হারা সাঁকো হারিয়ে ।
ওপারে আওয়াজ হয় ওরা সেইজন ,
সারা জীবন যাদের কুপথে গমন ।
এক দল যারা কোন সাঁকো নাহি পায় ,
দৌড়িছে চারিদিকে হয়ে নিরুপায় ।
ওপারে যাওয়ার এদের কোন পথ নাই ,
এরা সব স্রষ্টার দুশমন তাই ।


রাজশাহী
----------------
১৭/০৪/১৯৯১