পরের কবিতা
---------------------
---নজরুল ইসলাম খান


পরের পিঠা লাগে  মিঠা,
অল্পও যদি হয়।
পরের বধু ভীষণ  মধু,
ভোলারই যেন নয়।
পরের টাকায় চোখ টাটায় ,
দেখতে কষ্ট হয়।
পরের ধনে পোদ্দারি যে,
মহা আনন্দময়।
পরের কথা বড় ব্যথা,
ভালোও যদি কয়।
পরের ভালো দেখতে নারি
কিসের  যেন ভয়।
কথাগুলো পরের কাছে,
যদিও বেশ দামী ।
তারপরেও শুনলে পরে  ,
পর হব যে আমি ।


২৩/০৩/২০২৩