পরম বন্ধু
--------------
----নজরুল ইসলাম খান


সুখে- দুখে পাশে থাকে ,
সে হলো কে ?
সে আমার পরম বন্ধু,
চিনেছি তাকে ।
গভীর দুখে হৃদয় যখন
থাকে  মরুভূমি ।
সুখের পরশ বুলিয়ে দিয়ে
হৃদয় যায়  চুমি ।
সুখ সাগরে অহংকারে
ডুবে না যাই ঘোরে ।
নিজের থেকে  শক্ত হাতে
রেখেছে তাই ধরে ।
তার কাছে চেয়ে পাইনি
এমন কিছু নাই ।
চেয়েছি যা পেয়েছি সব,
মঙ্গল  যা  তাই ।
না চেয়েও পেয়েছি
হাজার নিয়ামত ।
পূর্ণ করেছে আমায়
দিয়ে শানশওকত ।
চেয়ে শুধু  পাইনি  কভু
অপরের ক্ষতি ।
আমার থেকে  গেছে বরং
তার চেয়ে অতি ।
অন্যের জন্য  কল্যাণ চাইলে
নিজের কল্যাণ হয় ।
সে আমার পরম বন্ধু ,
তাকে কিসের ভয়?


২৯/১১/২০২২