প্রত্যাশা
---------------
-------নজরুল ইসলাম খান


ঈদ ভাই, ঈদ ভাই , আমায় যাও বলে ।
ঈদের শেষে আবার তুমি কোথায় যাও চলে ।
সারাবছর ডেকে ডেকে পাইনা তোমার সাড়া।
তোমার বুঝি অনেক কাজ, তাই এত তাড়া।
ঈদের দিনে তোমার ভাই বড় ব্যস্ততা ।
ওদিন বুঝি জোরে ঘোরে তোমার ঘড়ির কাটা?
সকাল বেলা একটু খেলতেই আবার দেখি রাত ।
কী করব ভাগ্য আমার মন্দ নেহাৎ ।
পরের দিন আবার সেই একটানা কাজ ।
মালিকের চাকরি সকাল থেকে সাঁজ ।
ঈদের দিন তুমি যেমন গোস্ত ভাত দাও ।
ওদিন কেবল এত তুমি কোথা থেকে পাও?
তুমি বুঝি মস্ত ধনী, গুদাম ভরা ধনে ।
ঈদের দিনে নিজ হাতে বিলাও জনে জনে ।
আমায় যদি তোমার সাথে নিতে আপন করে ।
খেলতেম তবে কত খেলাই সারাদিন ধরে।
খেতেম শুধু ক্ষুধা পেলেই, তারপর আবার খেলা ।
ছোট্ট আমি, এত কাজ কি পারি সারাবেলা ?
আবার তুমি কবে আসবে একটু যাও বলে ।
সেদিন আমি তেমার সাথে যাবই যাব চলে ।


রাজশাহী
----------------
০৮/০৭/১৯৮৯