প্রয়োজন
----------------
------নজরুল ইসলাম খান


জ্ঞানের কথা লেখা আছে বইয়ে ,
বিজ্ঞ জনে নীতি বাক্য বলে।
ক্ষুধা লাগলে সব কিছু যাই ভুলে,
খাদ্য দেখে পেটে আগুন জ্বলে।


ধর্ম দেখায় পরকালের ভয়,
তবু দেখি অধর্মেরই জয় ।
চোখে জ্বললে কামনার আগুন ,
পশুবৃত্তি রক্তে দোলা দেয় ।


প্রয়োজন মানে না যে বাধা,
শাস্ত্রবিদ্যা মলাট বদ্ধ হয় ।
ভেজে না তো চিঁড়ে মুখের  কথায়,
নৈতিকতার ঘটে অবক্ষয়।


১৬/১০/২০২২