হৃদয়ে কর সুখ
-----------------------
--------------নজরুল  ইসলাম


যেখানে নাম নেই,
যেখানে দাম নেই,
সেখানে কেন যাও ?
যার আশা নেই,
যার পিপাসা নেই,
তার কাছে কেন ভালো বাসা চাও ?
যে হৃদয় মিশে গেছে সাহারাতে,
যে ফুল ঝরে গেছে আধো রাতে,
তার কাছে সজীবতা কেন দাবী কর ?
আসে না যেখানে প্রতিদান ,
চলে না যেখান অভিমান ,
সেখানে কেন বায়না ধর?
যে নদী শুকিয়েছে মরুতে ,
যে সাগর ভরেছে লোনাতে ,
তার কাছে কেন চাও তৃষ্ণার  জল ?
যে সমাজ নিমজ্জিত কুসংস্কারে ,
যে অন্তর ঢেকে আছে অন্ধকারে  ,
কোথায় পাবে সেথা আলো  ?
যে চোখ শুধু রূপ খোঁজে,
যে মন প্রেম না বোঝে ,
তাকে কেন কর আপন ?
ততক্ষণ যে কাছে থাকে ,
যতক্ষণ স্বার্থ থাকে ,
চলে গেলে সে, কেন খারাপ কর মন ?
সব চাওয়ার একটা সীমা আছে,
সবাই কে পাওয়া যায় না কাছে,
তার জন্য কেন গড় দুখ ?
একান্ত নিজের যা ,
কখনো হারায় না ,
তাই নিয়ে হৃদয়ে কর সুখ ।
০২/১২/২০২১