রোজার শিক্ষা
--------------------
--------নজরুল ইসলাম খান


খাওয়া দাওয়া নেই কিছু ,
সারাদিন রোজা ।
রোজা রেখে বাবুসাহেব ,
হয়ে যান সোজা ।
কথা ছিল না খাওয়ার
কষ্টটা বুঝা ।
সেই মত অনাহারী
মানুষকে খুঁজা ।
কিন্তু যে রোজা শেষে
চলে ভুরিভোজ ।
আরও কত খাওয়া যায়
করে  তার খোঁজ ।
খাওয়া দাওয়ার এই পাঠ
চলে হররোজ ।
মানুষের ব্যথা বুঝার
থাকেনা গরজ ।
রোজার শিক্ষা হয়ত আছে
শুধু গ্রন্থে ।
মানুষ চলে তার
মনের একান্তে ।


১২/০৪/২০২২