রমজানে সারাদিনে
---------------------------
----------নজরুল ইসলাম খান


রমজানে সারাদিনে খাওয়া দাওয়া নাই ।
খাঁটি  মনে আল্লাহর গুণগান গাই ।
ওয়াক্ত হলে দ্রুত  নামাজে  দাঁড়াই ।
বাড়তি ঝামেলা সব এড়িয়ে যাই ।
কাজ -কাম সেরে করি কুরআন তেলাওয়াত ।
যতটুকু পারি করি দান খয়রাত ।
পরিবারের সাথে মিলে ইফতার করি ।
মসজিদে জামায়াতে তারাবি পড়ি ।
ঘুম থেক উঠে রাতে সেহেরি  খাই ।
ফজরের নামাজ শেষে সামান্য ঘুমাই ।
ঘুম শেষে সকালে বেরিয়ে যাই কাজে ।
রমজানে সারাদিনের সময়সূচি এ যে ।
পুতপবিত্র থাকে প্রশান্ত মন ।
মনে হয় এ যেন বেহেশতী জীবন ।
সারাদিনে পাপ কাজ নেই বললেই  চলে ।
ভালো হতো বার মাস এমনটা হলে ।
জীবনে থাকতো না গ্লানি -খেদ ।
আল্লাহর সাথে থাকতো সম্পর্ক অবিচ্ছেদ ।


৩০/০৪/২০২২