রমজানে
-------------
-----নজরুল ইসলাম খান


রমজানে জনে জনে পড়ে যায় সাড়া,
সেহেরি, ইফতার আর তারাবির তাড়া।
মানুষের মনে আসে বেহেশতের আলো,
চাপা পড়ে শয়তানি, জেগে ওঠে ভালো।
আল্লাহর ইবাদতে মশগুল সবজন,
ভয়ে কাপে থরথর শয়তান দুশমন ।
দৃঢ়চিত্তে বসে করে পণ সব রোজাদার ।
যায় যাক প্রাণ তবু ছাড়বে না রোজা তার ।
ওরা যেন আল্লাহর নির্ভীক সৈনিক ,
আল্লাহর পথে কাটে শয়তান দৈনিক ।
পৃথিবীর মাটিতে শুরু হয় সৎপথ ,
আসমান ভেদি আসে আল্লাহর রহমত ।
বেহেশতের খুশবু বয়ে যায় বাতাসে ,
দূরে  বসে কাঁদে একা শয়তান হতাশে ।


রাজশাহী৷৷  ( ৩০ বছর আগের লেখা কবিতা)
----------------
১৬/০৪/১৯৯১
৩০ রমজান