সামর্থ্য নাই
-----------
------নজরুল ইসলাম খান


শহরে বাস,  কোনমতে  শ্বাস,
ভালো ভাবে বাঁচার পাইনা আশ্বাস ।


পণ্যের দাম, বাড়ে অবিরাম ,
জীবন  চালাতে গায়ে ছোটে ঘাম ।


আয় উপার্জন , বাড়েনি তেমন ,
বেড়েছে সংসারের  ব্যয় যেমন ।


এমনি ভাবে , কতদিন যাবে ,
পাইনা তো কূল  শত অভাবে ।


দেনার দায়ে, লাজ নাই গায়ে,
পথ চলতে বাধা পায়ে পায়ে ।


সব পাওনাদার , বড় নাছাড়,
দিবে না ছাড় কিছুতে আর ।


মরে যদি যাই, মাফ কোরো ভাই ,
দেনা দেবার  সামর্থ্য  নাই ।


২২/১১/২২