শাহ আলীর ঈদ
-----------------------
---------নজরুল ইসলাম খান


পোশাকের শোরুমে কাজ করে শাহ আলী ।
গ্রামে রয়েছে ছোট তার ফ্যামিলী।
কাস্টমারের সাথে করে চমৎকার ব্যবহার।
মালিকের কাছে তাই অনেক বেশী কদর তার।
আসুন আপা,ভাইয়া, আন্টি কী লাগবে ?
এটাতে আপনাকে সুন্দর মানাবে ।
চটকদার কথা বলে সেল করে পোশাক যে ।
সেই সাথে বুকের মাঝে চিনচিন ব্যথা বাজে ।
কোন কোন পোশাকে সন্তানকে মানাতো ।
কোনটিতে স্ত্রীকে দারুণ দেখাতো ।
মনে মনে  অনেক স্বপ্ন সে আঁকে  ।
সাজাবে স্ত্রী- সন্তানকে পোশাকে ।
কিন্তু চাঁদ রাতেও হয়নি  ছুটি তার ।
পরিবারের জন্য করা হয়নি ঈদ বাজার ।
এখনো হয়নি যা কিছু বেতন বোনাস ।
যতই খাটুক অতিরিক্ত ফাইফরমাশ ।
শাহ আলীর পরিবার রয়েছে নির্বিকার ।
শোক -তাপ, যন্ত্রণা সব কিছু একাকার ।
শাহ আলীর হয়নি বাড়িতে ঈদ করা ।
শাহ আলীদের কষ্ট বোঝেনা মালিকরা।


০৫/০৫/২০২২