সৎকর্ম
--------+-
-------নজরুল ইসলাম খান


দাঁড়িয়ে আছ যেখানে এখন,
খোঁজ নাও দুই পুরুষ আগে  ;
রাস্তা থেকে হয়ত এসেছিল তারা ।
হয়ত আবার রাস্তায়ই দাড়াবে ,
দুই পুরুষ পরে আসবে যারা ।
পৃথিবী ঘূর্ণায়মান ,
কিছুদিন পরপর ফিরে আসে আগের অবস্থায়  ।
শূণ্য থেকে শুরু হয়ে ,
সবকিছু আবার শূন্য্যেই মিলায় ।
সময় বিরতিহীন বয়ে যায় ;
সময়ের সাথে তাল মিলাতে ,
মানুষ পড়ে যায় বেকায়দায় ।
পৃথিবীতে কিছুই নিজের নয়,
সমৃদ্ধ হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্যতায় ।
সবকিছু হারিয়ে একসময় ,
দাঁড়িয়ে থাকে ঠায় নিঃসঙ্গতায় ।
তবুও দুদিনের দুনিয়ায় ,
দেখাতে যেয়ে জারিজুরি ;
যা আমার নয় ,
তাই নিয়ে হয়ে উঠি অহংকারী।
মানুষ বিদায় হয় শূন্য হাতে ,
কর্মই  তার থাকে সাথে ।
সৎকর্ম শুধু আলো হয়ে ,
পথ দেখায় আঁধার রাতে ।


২১/০৪/২০২২