সুযোগ সবাই পাই না
----------------------------
--------নজরুল ইসলাম খান


অবৈধ কোন কিছু তেমন আমি খাই না ।
সত্যি বলতে, তেমন কোন সুযোগ আমি পাই না ।
টাকা পয়সা কাঁড়ি কাঁড়ি ,
নতুন ফ্লাট, নতুন গাড়ি ,
মুখে বলি ওসব আমার কোন কিছু চাই না ।
সত্যি বলতে, তেমন কোন সুযোগ আমি পাই না।
হাতে পেয়ে ক্ষমতার ইচ্ছেমতো প্রয়োগ ,
জেনে বুঝে  সৃষ্টি করা মানুষের দুর্ভোগ ,
সবার মতো বলি আমি, কাজটা মোটেই ঠিক না ।
সত্যি বলতে, দেখিয়ে দিতাম ক্ষমতা কেউ দিক না ।
পাপ করে,  ভুল করে, মানুষ তার কাজে,
মুখ ভেঙচিয়ে বলি আহা! এ কেমন বাজে,
নিজের এসব ত্রুটির খবর অন্য কাউকে দিই না ।
সত্যি বলতে, অন্যায় কাজে  নিজের হিসাব নিই না।
নিজের দেশকে ভালবাসি সকল দেশের চেয়ে ,
সব কিছু ছাড়তে পারি এ দেশকে পেয়ে ,
বিদেশ থাকে যারা, বলি, দেশকে ভালবাসে না ।
সত্যি বলতে, বিদেশ যাওয়ার সুযোগ আমার আসে না ।
হাতে পেয়েও  যারা কভু সুযোগ গুলো নেয় না ,
লোভের কাছে নিজেকে বিকিয়ে ঠিক দেয় না ।
তাদের মুখেই শোভা পায় নীতিকথা  তাই-না?
সত্যি বলতে, তেমন কোন সুযোগ সবাই  পাই না।


২১/০৬/২০২২