তাই বসে  ভাবি
----------------------
----নজরুল ইসলাম খান


চারপাশে যখন কেউ নাই আর,
সব অন্ধকার,
থেমে গেছে সব  মাতলামি ।
হঠাৎ যদি  কেউ  বলে  আমায়  চল  যাবি।  
কোথায়?  যেখানে বিবর্ণ মন রঙে রাঙাবি ।
কখনও খাসনি  যা পেট পুরে  খাবি,
পূরণ হয়নি যা সবই পাবি,
মিটবে সকল দাবি ।
হাতে নিবি পুরো ভান্ডারের চাবি।


তখন কী করব আমি ?
আবারও কি করব পাগলামি ?
আমি কি সেথায় যাব?  
না কি যাব না , একান্তে  তাই বসে ভাবি।


২০/০৩/২০২৩