তোমার জন্য
-----------
--------   নজরুল  ইসলাম খান


তোমার জন্য আমার এ কবিতা ।
তুমি যত্ন করে রেখো মৌমিতা ।
তোমার চপল পায়ে এলোকেশে ছুটাছুটি ,
রাগলে তোমার জলে টলমল আঁখি দু'টি ,
ঠোঁটে করা তোমার লাল রং ,
তোমার হরিণীর  মতো  ঢং ,
আমার ভীষণ পছন্দ ।
তোমার জন্য সব উপমায় আনন্দ  ।
তুমি চাইলে লিখতে পারি তোমার জন্য গান ,
নিজের সুরে গাইবে তুমি উজাড় করে প্রাণ ।
আমি সব ফেলে শুনবো তোমার সুর ,
আমার কানে লহর তুলবে তুমি সুমধুর ।
আমি আঁকতে পারি তোমার জন্য ছবি ,
তুমি নিজের মনের রং মিশাবে সব্ই ।
আমি দেখব তোমার মোনালিসার হাসি ,
আমার চোখে দেখব তোমায় আমার সর্বনাশী ।  
আমি দিতে পারি তোমায় আমার মনের রাজত্ব ,
চাইলে তুমি করতে পার আমায় করায়ত্ব ।
তুমি চাইলে পাড়ি দেব বিশ্ব রনাঙ্গন ,
তোমার জন্য দিতে পারি সবই বিসর্জন ।


৩১/১০/২০২১