ভালবাসা
----------------------
------------নজরুল ইসলাম খান


যখন আসে কারো ভালবাসার আহবান ,
সাথে ঘৃণাটাও  দিক জানান ।
কেননা, দুটোর ই পাশাপাশি  অবস্থান ।
যেকোন সময়ে হতে পারে পরিবর্তন স্থান ।
যে তোমাকে  ভালবাসে ,
হয়ত স্বার্থে ই ভালবাসে ।
সেটা হতে পারে সৌন্দর্য, সম্পদ বা  সম্মান ।
যে কোন সময়ে  হারাতে পারে ভালবাসা,
যখন পড়ে স্বার্থে টান।
চোখ উল্টিয়ে ভুলে যায় সব অবদান ।
এক যুগের সম্পর্কেও দেখেছি, মনে মনে ব্যবধান।
ছিল না সেখানে ভালবাসা ,
ছিল অভিনয় আর মিথ্যা ভান।
ভালবাসা  স্বর্গীয় দান ,
শুধু বাহ্যিক ভালবাসা তো ভালবাসার ই অপমান ।
প্রকৃত  ভালবাসা পৃথিবীতে বিরল,
কারন, ভালবাসা কখনো হারায় না ,
যত হোক সেখানে লোকসান ।
ভালবাসার জন্য দিতে পারে মানুষ প্রাণ।
ভালবাসা শব্দে থাকে না প্রত্যাখ্যান।
তাই, ভালবাসা হোক নিখাদ,  
মিথ্যা ভালবাসার হোক অবসান ।


০২/০৪/২০২২