অর্ধাঙ্গিনী
-------------
-----------------নজরুল ইসলাম


অর্ধাঙ্গিনী, তোমায় দিলাম আমার সবটুকু ভালোবাসা ।
তুমি আমার বেঁচে থাকার বর্ণালী আশা ।
অবক্ষয়ে এ ডাল ও ডাল করে  আমি পড়ি ঝরে ঝরে ।
তুমি তখন দুহাত দিয়ে শক্ত করে রাখ আমায় ধরে ।
আমি নীড় খুঁজে পাই।
ফিরে আসি তোমার কাছে,যতই আমি এদিক সেদিক যাই।
আমার তপ্ত হৃদয় যখন মরু হয়ে ওঠে ।
তুমি তখন বৃষ্টি হয়ে ঝর আমার ঠোঁটে।
আমি শীতল পরশ পাই।
তোমার হৃদয় হিম ঘরে দাও যে আমায় ঠাই।
হতাশার মেঘে থাকে আমার আকাশ ঢাকা।
তুমি বাতাস হয়ে মেঘ সরিয়ে আকাশ কর ফাঁকা ।
আমি রোদের দেখা পাই ।
রংধনুর রঙে আমি স্বপ্ন এঁকে যাই ।
তুমি আমার বংশ ধারার সুতিকাগার,মাঠের  ফসল ক্ষেত।
আমার খরার চোখে, সোনালী ধানের তুমি কর সমবেত ।
আমি মালিক বনে যাই ।
সুখ-আকাশে আমি তৃপ্তির ফানুস উড়াই।
রক্ত দোলে, যখন আমার আদিম নেশা জাগে ।
তুমি এগিয়ে আস গভীর অনুরাগে ।
আমি প্রণয় পরশ বুলাই ।
তোমার মধ্যে আমি সব হারিয়ে  যাই ।
বার্ধক্যে যখন আমার নিভে আসে বাতি।
সবাই ফেললেও, তুমি থাক গল্প করার সাথী।
জীবনে যতই আসুক চড়াই উতরাই ।
আমি তোমার চোখে চোখ রেখে ভরসা খুঁজে পাই ।
১৬/১১/২১