আজ বর্ষ প্রথম বর্ষায় তুমি ছিলে
তুমি হয়ত ঘুমিয়েছিলে, অথবা জেগে
তবে কাকডাকা ভোরে আমি ভিজেছি
প্রতিটি ফোটায় স্পন্দিত হতে না পারলেও
অজানা কারণে বৃষ্টির আড়ালে কেঁদেছি
আজ বৃষ্টি সাথে করে ঠান্ডা বাতাস এনেছিলো
হাড় কাপানো না হলেও, শক্ত করে দেবার ঠান্ডা
তুমি হয়তো কাথা গায়ে স্বপ্নে বিভোর ছিলে
তবে আমি কিন্তু সব উপেক্ষা করে ভিজেছি
কথা দেওয়া ছিলো বছরের প্রথম বৃষ্টিতে ভিজবো
আমার কথা আমি রেখেছি
কিন্তু তুমি ফিরে আসবে বলেও আসোনি
হয়ত সেই শোকে আমি বৃষ্টি বিলাস করি নি
তবে প্রতিটি বৃষ্টি ফোটায় তুমি ছিলে
কি বোঝাতে চাও তুমি?আমি তোমায় ভুলতে পারি না?
নিকোটিনের ধোয়ায় তুমি উড়ে না গেলেও
প্রাণ বায়ু ত্যাগের মাধ্যমে কিন্তু ঠিকই তোমায় ভুলব
আর তুমি কাকে নিয়ে ভিজবে চঞ্চল হয়ে?
আর কেও আদৌ বৃষ্টিফোটায় তোমায় খোজে?
তোমায় ভেবে বৃষ্টি বিলাস যদি কেও করে থাকে
তবে অনুরোধ নয়, মিনতি করছি
ছেড়ে যেও না তাকে,
কাওকে বৃষ্টির আড়ালে কাঁদতে দিও না
যদি তোমায় ভেবে বিষন্ন ভোরে কেও ভেজে
বর্ষ প্রথম বর্ষায়