স্বাধীনতা কোন শব্দ নয়
এ এক অনুভূতি
শত মানুষের প্রাণের চাওয়া
এ নয় কোন সুখ স্মৃতি,
তিরিশ লক্ষ চলমান লাশের
স্বাধীনতা এক কবিতা আবৃতি
স্বাধীনতা কোন ছেলেখেলা নয়
এ এক স্বপ্ন
প্রতিটি মানুষের ঘুম হারাম করে দেওয়া
শত সহস্র মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া
এক দুঃস্বপ্ন পেরিয়ে গোধূলি লগ্ন
স্বাধীনতা কোন আবেগ নয়
এ এক বিরাট প্রাপ্তি
সংগ্রামী জীবনের আলাপন উজার করা চেতনা
মনপিঞ্জরে পুষে রাখা এক বাসনা
কত মানুষ দিলো প্রাণ
এই স্বাধীনতার লক্ষ্যে
মা দিলো ছেলে কে, বোন দিলো ভাই
লাল টুকটুকে বউ টাও দিলো সোহাগ বলিদান
রাঙিয়ে সব সুখ, ঊর্ধ্বে মানবতা
সকল সুখের বড় সুখ, এই স্বাধীনতা।