কার জন্যে অপেক্ষা করছি
বনে যখন আগুন ধরছে
মনে তখন রঙহীনতা কাজ করছে
আমি কেনো থমকে আছি?
গতিময়তার আড়ালে লুকিয়ে রাখছি
নাকি নিস্তব্ধতায় প্রকাশ করছি নিজেকে!
ধোয়াশাময় শহরে কেন হারাতে পারছি না
কেন জোছনাকে অনুভব করতে পারছি না?
মনের শব্দ যদি আটকে থাকে
তবে কেনো প্রকাশ করতে পারছি না!
আমি কি চাইছি সময়ের গহীনে লুকাতে
নাকি কাওকে চাইছি খুব শক্তিতে
বদ্ধ থেকে মন, বন্দী জীবন
করতে চাইছে কাওকে আপন
তার কাছেই আছে সব উত্তর।
কে নেই?নেই নৈশব্দবতী।
তাকে চাই, নিজের মাঝে চাই,
সত্ত্বার মাঝে মিশিয়ে, সময়কে বন্দী করে
তাকে নিয়ে চাই অজানায় হারাতে।
হারাবো আমি, দায়ী থাকবে সবাই
যারা আমাকে অনুভূতি দিতে পারে নি!
জীবনের অনুভূতি।