গর্জিত সাগরে বর্ষিত অশ্রু মুছে যায় বিশালতার মাঝে
খুব দূরে কোথাও, ঠিকানা ভুলে গিয়ে
পথ খুঁজে বেড়ায়, নোনা জলে মিশে যায়
তবু নিজের ব্যাথা নিজের মাঝে লুকিয়ে, চলছে দিন এভাবেই
চলুক না আরো কিছুক্ষণ জনমানুষের অন্তরালে
তারা জানে সে এক বিশালতা, সাগর থেকেও অনেক বড়
ক্ষুদ্র বিশালতায় মিশে গিয়ে তার স্পর্শ পাওয়ার অনর্থক চেষ্টা
চলুক না, হয়তো সাফল্য আসবে না কিন্তু
তাকে পাওয়ার চেয়ে, পাওয়ার চেষ্টা টা যে বড়ই সুন্দর
নীল বিশালতার মতোন।নীরব প্রস্থান ইশারা করে
আমাকে একা থাকতে দাও, মিথ্যে বাসনার শহর আমার জন্যে নয়
তোমাদের কপটতা আমায় ছুঁয়ে দিলে, অপবিত্র হবে
তার জন্যে জমিয়ে রাখা আমার প্রতিটি অনুভূতি।
সবশেষে বলবো, হে বিশালতা, তুমি আমার অন্তরের প্রত্যাশা গুলোকে
একটুখানিও মুছে ফেলতে পারো নি কারণ
তার জন্যে আমার অনুভূতি তোমার থেকেও অনেক গভীর
যেখানে সে ব্যাতিত অন্য কেও যেতে পারে নি, পারবে না
স্থানটুকু তার, শুধুই তার। এসো আমার গভীরতায়
দেখে যাও, তোমার জন্যে ভালোবাসা, তোমার জন্যে হাসি
আর চোখের কোণের নোনাজলটাও তোমারই দেওয়া