কাগজের ঘর থেকে বেরিয়ে
নিয়ন আলোটা বেশ নস্টালজিক লাগছে
ঠোঁটের স্পর্শ করে তুলেছে শিহরিত
লাল রঙটা আমার ভীষণ পছন্দের
তাই গায়ে মাখলে গা করিনা তেমন
ধীরে ধীরে ছড়িয়ে পড়ছি হৃদয় আর মস্তিষ্কে তার;
নখের ডগার তীব্র প্রেমটা অনুভব করছি;
উত্তাপটা মাথার দিকে চড়ে বসছে—
ধীরে ধীরে;
আয়ু আমার ৫ মিনিট হলেও—উড়তে পারি বলে নিয়ন আলোটা ঠিকই ছোঁয়া হয় রোজ;
কখনো আবার ছুঁড়ে দাও সুখতারাটাকে লক্ষ্য করে...


উত্তাপটা যতই অনুভব করছি,
ঘরের বাকি ১৯ জন—
ফেটে পড়ছে উল্লাসের চিল চিৎকারে;
আর বড়জোর ১০ সেকেন্ড;
রোজকার তোমার শেষ স্পর্শটা আমার সবচেয়ে প্রিয়;
আজকের মত তোমার “Artistic Lips”কে তবে এখানেই বিদায়;
কাল আবার দেখা হবে—
Marlboro, Benson অথবা 555 নামে...