সূর্য্যের ক্ষণস্হায়ী আত্মাহুতি
প্রতিরাতে,
চাঁদটা যেনো জেগে ওঠে তার—
আলোর পথে;
কাটায় সন্ধিক্ষণ সূর্য্যের ছায়ায়
প্রেম প্রখরতা ঠিক রাত দ্বি—প্রহরের
কায়ায়,
নিঃশ্বাসে সুর তোলে দক্ষিণা হাওয়া
"ক্ষণস্হায়ী রাত আরেকটু রও"
সূর্য্যের প্রার্থণা,
ঘোরটা ভীষণ নেশাতুর
জানিনা সত্যি—না
ছলনা;
প্রতি রাতেই হয় দেখা
তবু যেনো কাল্পনিক—
কল্পনা...!!