দূরে দাড়িয়ে থাকা ঐ নীলটাকে ছুঁতে ইচ্ছে করে;
ইচ্ছে করে তাকিয়ে থাকি মুহূর্তের পর মুহূর্ত;
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে নীল আকাশটা হৃদয় ছুয়ে যায় বলে?


ইচ্ছে করে সময়টাকে বেঁধে রাখি
আকড়ে ধরে রাখি নির্দিষ্ট স্থানে
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে, সময়টা অনেক সুন্দর বলে ?


ইচ্ছে করে ঘন অন্ধকারকে ধরে রাখি
ইচ্ছে করে ডুবে থাকি আজীবন
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে, ঘন অন্ধকারে তুমি আছো বলে?


ইচ্ছে করে তোমাকে ভাবতে ভাবতে হারিয়ে যাই কুয়াশার ভিড়ে
ইচ্ছে করে তোমার হাত ধরে হাঁটতে থাকি সুদূর পথ পর্যন্ত;
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে, তুমিও থাকবে বলে?


ইচ্ছে করে নদীর স্রোতের সঙ্গে ভেসে যাই তোমাকে সঙ্গী করে;
ইচ্ছে করে নদীর বুকে দু’জনে তলিয়ে যাই প্রবল স্রোতের ঘূর্ণনে;
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে, তুমি আমার হাত ধরে রাখবে বলে?


ইচ্ছে করে আরো নতুন করে সুন্দর স্বপ্ন সাজাই;
ইচ্ছে করে তোমাকে ভালবেসে ছন্নছাড়া হয়ে যাই;
আরো ইচ্ছে করে .................!
কিন্তু কেন ইচ্ছে করে,তাতে অনেক সুখ আছে বলে?