এই পথ দিয়ে নাকি তুমি হেঁটেছিলে বারেবার?
ঐ ধূলোগুলো নাকি তোমাকে ছুঁয়েছিল কোন একবার?
ওরা আমায় ডাকছে!
আমাকেও নাকি ওরা ছুঁয়ে দিবে!
আমি নিষ্ঠুরের মত মুখ ঘুরে তাকালাম।


এই পথ দিয়ে নাক তুমি হেঁটেছিলে অনেকবার?
আমিও হাঁটছি তোমার হেঁটেযাওয়া পথে,
কত যে আপন মনে হচ্ছে এই পথটাকে,
মনে হচ্ছে যেন আমি তোমাকে ছুঁয়ে যাচ্ছি!


বাতাসেরা ছুঁটে আসছে আমার দিকে!
ওরা নাকি আমাকে চেনে!
আমি নাকি তোমার তুমি!
ছুঁয়ে গেল আমায়!
মনে হচ্ছে যেন তুমি ছুঁয়ে যাচ্ছ।
বাতাসের প্রতিটা কণায় যে তোমার স্পর্শ।


চেনা বৃক্ষটার দিকে তাকালাম,
অশ্রু ঝড়ে গেল কয়েক ফোঁটা,
ইচ্ছে হল জড়িয়ে রাখি বৃক্ষটাকে,
যুগ যুগ পর্যন্ত অশ্রু ঝড়িয়ে যাই,


নিঃশ্বব্দে চিৎকার করতে লাগলাম
কেউ ফিরেও তাকালো না,
তুমি কি শুনতে পাচ্ছ?


মনে হচ্ছে তুমি পথের প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছ,
আমাকে পিছন থেকে ডেকে বলছো “ফিরে তাকাও এইতো আমি”
অতঃপর চিৎকার করে যেন বলছো, “তুমি চলে যেও না”
আমি থমকে দাঁড়ালাম, পিছনে না তাকিয়েই পাষণ্ডের মত চলে এলাম।