ঘন, গভীর রাত!
নিরব মুহুর্তে তোমার দিকে তাকিয়ে আছি চোখ বন্ধ করে।
চোখ বন্ধ করে কেমন করে তাকিয়ে আছি তুমিতো জানই।
জীবনের অনেকটা পথ পেরিয়ে গেল;
লিখা হলো অনেকগুলো কবিতা;
প্রতিটা কবিতাই হতাশা;
কখনো তোমাকে হারানোর ভয়;
কখনো তোমাকে হারিয়ে ফেলার স্বপ্ন;
কখনো আবার তোমার বিরুদ্ধে অভিযোগ;
কখনো তোমাকে নিজের মনে করে মিথ্যে আশা;
আমি এখন ক্লান্ত পথিকের মত হুমড়ি খেয়ে পড়ে যেতে চাচ্ছি পথের কিনারে।
দূরে সরে দাড়াতে চাচ্ছি কবিতার জগৎ থেকে।
জীবনের কথা লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে গেছি।
তোমর মতন করেই কবিতার ভাষারা হারিয়ে যাচ্ছে।


বৃষ্টির শব্দটা আমাকে আমাকে মুড়িয়ে দিচ্ছে,
আমাদের কিছু সুখের স্মৃতিগুলো।
বৃষ্টির স্নিগ্ধতা স্পর্শ করা বাতাসটা,
জাড়িয়ে নিচ্ছে আমার বর্তমানের সুখগুলো।
আমার মনের ভিতর মিথ্যে কথার উচ্ছাস;
তুমি ডাকছো আমাকে হাতছানি দিয়ে।